লিচুর ১৩ টি উপকারিতা দেখুন

লিচু (lychee)   লিচু  একটি সুস্বসাদু রসালো ফল ।  লিচুর  বৈজ্ঞানি নাম(Litchichinensis )  লিচু খেতে খুবই মিষ্টি লাগে  । চীন ও ভারতে প্রচুর পরিমানে লিচু উৎপাদন হয়  ।  বাংলাদেশেরে দিনাজপুর অঞ্চলে প্রচুর পরিমানে লিচুর চাষ হয় । গাছ লম্বা চিরহরিৎ  হয় এই গাছ থেকে রসালো ছোট ছোট ফল  পাওয়া যায়  যার নাম লিচু । রিচুর গাছ ১৫ মিটার (৪৯) ফুট হয়   আবার কখনও ২৮ মিটার (৯২ )ফুট হয়। লিচুর বীজের মধ্যে সাইক্লোপ্রেপাইল গ্লাইসিন থাকে । চীনের  তাইওয়ান ভিয়েতনাম দক্ষিন এশিয়ার  ক্রান্তীয় অঞ্চলে বেশী পাওয়া যায়  ।   বিশ্বে প্রায় ২০০ টি লিচুর জাত রয়েছে।                                                      

                                                             


         

                                                                   

লিচুর পুষ্টিগুন :     

 কাঁচা লিচুর শাসে প্রচুর পরিমানে ভিটামিন সি  থাকে ।   লিচুতে ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে । আয়রন ফলিক এসিড লিচুতে প্রচুর পরিমানে থাকে । এই ফলে ডাইটারি ফাইবার থাকে  এছাড়াও রয়েছে প্রচুর ফ্যবানল ।  লিচুতে ম্যাগনেসিয়াম,, ফসফরাস ,,আয়রন  ম্যাঙ্গানিজ ও কপার থাকে  । লিচুতে থাকে চর্বি ০.৪ গ্রাম ,, কার্বহাইড্রেট ১৬.৫ গ্রাম ,, ফাইবার ১.৩ গ্রাম ,,, প্রোটিন ০.৪ গ্রাম ,,চিনি ১৫.২ গ্রাম,, ক্যালরি ৬৬ গ্রাম ।

                                    

                                                     





লিচুর উপকারিতা :


১। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে 

লিচুতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি ,,, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে  এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জটিল রোগ থেকে রক্ষা করে ।


আরো পড়ুন:কলা খাওয়ার  ১২ টি উপকারিতা সম্পর্কে  জেনে নিন

২। শরীরের ওজন কমাতে সহায়তা করে 

যারা শরীরের ওজন কমানোর জন্য লিচু বেশ উপকারী । লিচুতে  ক্যালরি কম থাকায় ওজন কমাতে সহায়তা  করে । ডায়েটারি ফাইবার থাকার কারনে  শরীরের টক্সিন বের করতে সাহায্য করে ।

                                       

৩। হজমশক্তি বৃদ্ধি করে 

লিচুতে থাকা ফাইবার শরীরের হজমে  সাহায্য করে  পেট পরিষ্কার করে । যাদের হজমের সমস্যা আছে তারা লিচু খেতে পারেন ।


৪ । হাড় গঠনে সাহায্য করে

লিচুতে রয়েছে প্রচুর পরিমানে, কপার  ,ক্যালসিয়াম  ম্যাগনেসিয়াম, ম্যাংঙ্গানিজ ,শরীরের হাড় গঠনে সাহায্য করে ।



৫। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে 

লিচুতে রয়েছে  অ্যান্টিঅক্সিডেন্ট  ও তামা  তাই শরীরের রক্ত খুবই দ্রুত সঞ্চালন করে । 


৬ । ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে 

  লিচুতে রয়েছে  পরিফনল, পলিস্যাকারাইডের মত উপাদান  । ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে  । এছাড়াও লিভার , ফুসফুসের ক্যান্সার থেকে রক্ষা করে ।


৭। ডায়বেটিস নিয়ন্ত্রন করে

লিচুতে রয়েছে পলিফেনলে নামক উপাদান  তাই ডায়বেটিস নিয়ন্ত্রন করে  । যাদের অতিরিক্ত ডাইবেটিস অছে তারা  লিচু খান ।



৮ । ত্বক সুরক্ষা রাখে

লিচু খেলে ত্বকের বলিরেখা দুর করে  । ত্বককে ফর্সা করে  ত্বককে করে লবন্য ও মসৃন ।



৯ । কিডনি ভালো রাখে 

লিচুতে পর্যাপ্ত পরিমান পটাশিয়াম থাকার কারনে  কিডনি ভালো রাখে। কিডনির দুষিত পদার্থ বের করতে সাহায্য করে । কিডনিজনিত সমস্যা থাকলে লিচু খান  ।



১০ । হার্ট সচল  করে তোলে

নিয়মিত লিচু খেলে হার্টের অসুখ কমে ।লিচুতে থাকা  অলিগোনল  নাইট্রিক অক্সাইড তৈরী করে যার ফলে হর্টের রোগ প্রতিরোধ করে ।


১১। ব্যথা দুর করে

শরীরের ব্যথা দুর করার জন্য লিচু খুবই উপকারী ফল । লিচুতে তামা থাকার কারনে  রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ফলে শরীরের ব্যথা কমাতে সাহায্য করে ।


১২ । কোষ্ঠ্যকাঠিন্য দুর করে

কোষ্ঠ্যকাঠিন্য দুর করার জন্য লিচু খুবই উপকারী । লিচুতে রয়েছে ডায়েটারি ফাইবার যা কোষ্ঠ্যকাঠিন্য হওয়া থেকে রক্ষা করে ।


১৩। রক্তচাপ নিয়ন্ত্রন করে

 লিচুতে ক্যালোরি কম থাকার কারনে  রক্তচাপ নিয়ন্ত্রন করে ।যাদের স্টোকজনিত সমস্যা আছে তারা লিচু খেতে পারেন ।

Post a Comment

Previous Post Next Post