আমি মোটা হবো কিভাবে ? ,, মোটা হওয়ার উপায় সম্পর্কে ১১ টি সেরা কৌশল জেনে নিন

আমি মোটা হবো  কিভাবে

অনেকেই অছেন যারা একদমই চিকন তাদের শরীরকে ফিট রাখতে চায় । তারা জানে না কোন খাবার খেলে মানুষ মোটা হয় । শরীরের ওজন বাড়াতে হলে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে ।  মোটা হতে হলে কোন খাবারগুলো বেশি বেশি খাওয়া উচিত । কিভাবে ব্যায়াম করলে মানুষ মোটা হয় আজকের এই পোস্টে সম্পুর্ন বিষয় নিয়ে জানতে পারবেন ।


                                                       
মোটা হওয়ার উপায়


                                    

মোটা হওয়ার উপায়





১ । পুষ্টিকর খাবার গ্রহন করা



দুধ,ডিম. কলা বাদাম, টক দই, গরুর মাংস, কিসমিস , খাসির মাংস , কবুতরের মাংস , বাদাম , চিনাবাদাম , এগুলোতে   প্রচুর পুষ্টিকর উপাদান রয়েছে তাই প্রচুর  পরিমানে খেতে হবে । 





২ । পরিমানমত ঘুমানো


 প্রতিদিন আট ঘন্টা করে ঘুমানো উচিত  । রাতে খাবার খাওয়ার পর আট ঘন্টা ঘুমাতে হবে । অতিরিক্ত ঘুম শরীরের জন্য ভালো না  তাই প্রতিদিন নিয়মিত ঘুমাতে হবে ।





৩ । চিন্তামুক্ত থাকা 

মোটা হওয়ার গুরুত্বপুর্ন উপায় হলো চিন্তামুক্ত থাকা । শরীরকে মোটা রাখার জন্য জরুরী কারন অতিরিক্ত  চিন্তা করলে মানুষের শরীরে ওজন কমে যায়  । 



 


৪। ব্যায়াম করা


নিয়মিত ব্যায়াম করলে শরীর খুবই শক্তিশালী হয় । প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়ার পর ব্যায়াম করলে শরীরের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে ।





৫। ক্যালরিযুক্ত খাবার গ্রহন 


 ওজনবৃদ্ধি করতে হলে ৬০০-৭০০ ক্যালরি খাবার খেতে হবে । বিভিন্ন ফলমুল কলা, লিচু ,আনারস , আপেল , আংগুর ,জাম ইত্যাদি ফলমুল বেশি করে খেতে হবে ।



 ৬। মুরগীর মাংস

প্রতিদিনের খাবারে মুরগীর মাংস খান । মুরগীর মাংসে রয়েছে প্রচুর পুষ্টি  ওজন বাড়াতে প্রতিদিন দুই টুকরো করে চেষ্টা করুন ।




৭। ডিম

ডিমে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন ও মিনারেল । এছাড়াও ডিমে রয়েছে প্রচুর পরিমানে পুষ্টি । ডিম ওজন বৃদ্ধির জন্য খুবই উপকারী ।






৮।কিসমিস


কিসমিসে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন ও মিনারেল । ওজন বাড়ানোর জন্য প্রতিদিনের খাবারে কিসমিস রাখুন ।






  ৯। বাদাম 


ওজন বাড়ানোর জন্য বাদাম  খুবই ভালো  উপকারী।  যেমন চিনাবাম ,কাঠ বাদাম ,কাজু বাদাম  এইসব বাদামে  রয়েছে  । ভিটামিন মিনারেল ও ফাইবার  শরীরের ওজন খুবই দ্রুত বাড়ে ।






১০। নেশা থেকে বিরত থাকা

নেশা  শরীরকে শুকিয়ে দেয় যেমন বিড়ি ,সিগারেট , গাজা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে । কারন এসব নেশা করলে শরীরে প্রচুর পরিমানে ক্ষতি হয় । শরীরের হরমোন শুকিয়ে যায় ।







১১। গরু ও খাসির মাংস


গরু ও খাসির মাংসে প্রচুর পরিমানে ক্যালসিয়াম থাকে এছাড়াও বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে  । গরু ও খাসির মাংসে চর্বি রয়েছে  শরীরকে দ্রুত মোটা করতে সাহায্য করে  ।











 উপরে উল্লেখিত প্রতিটি বিষয় মেনে চলে খাবার খেলে শরীর দ্রুত মোটা হবে  । যারা অনেক চিকন সাস্থ্যবান হতে চান তারা প্রতিদিনের খাবার তালিকায় খাবারগুলো রাখুন শরীরকে সুন্দর ও ফিটনেস করে তুলুন ।



Post a Comment

Previous Post Next Post