ব্রণ দুর করার উপায় সম্পর্কে ৯ টি সেরা টিপস জেনে নিন

 ব্রণ সব বয়সের মানুষের হয়ে থাকে । অনেকেরই বয়সন্ধিকালে প্রচুর ব্রণ হয়ে থাকে । ব্রণ হলে সেখানে কালো দাগ পড়ে । অনেকের মুখে পিঠে গলায় ব্রণ হয়ে থাকে । ব্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য নিচে দেওয়া সেরা উপায়গুলো  অলোচনা করা হলো


      

ব্রণ দুর করার উপায়




 মুখের ব্রণ দুর করার উপায়


। হলুদ ব্যবহার করা

কাঁচা হলুদ নিয়ে থেতো করে একটু চন্দন কাঠের গুড়োর সাথে মিশিয়ে নিন  । তারপর মুখে গলায় মাখিয়ে নিন এভাবে এক ঘন্টা রাখার পর  সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলুন । এরপর পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ মুছে ফেলুন ।


২ । নিমের পেস্ট

নিমের পেস্ট ব্রণ দুর করার জন্য দারুন উপায় । কারণ নিমের পেস্টে জীবাণু দুর করে তাই নিমপাতার সাথে চন্দনের গুড়ো মিশিয়ে মুখে লগিয়ে রাখুন । তারপর এক ঘন্টা পর পানি দিয়ে ধুয়ে নিন । এর পর পরিষ্কার কাপড় দিয়ে মুখ মুছে ফেলুন ।



৩। লেবুর ব্যবহার 

রাতে ঘুমানোর আগে লেবুর রস  ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রাখুন । পরের দিন সকালে সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলুন । অশা করা যায় ব্রণ দুর হয়ে  যাবে ।



৪। মুলতানি মাটি ব্যবহার করা

ত্বক অতিরিক্ত তৈলাক্ত থাকলে ব্রণ হতে পারে তাই প্রতিদিন মুলতানি মাটি  পানি দিয়ে মিশিয়ে পেস্ট করে মুখে মাখিয়ে নিন । এক ঘন্টা পর পানি দিয়ে ধুয়ে ফেলুন ।




৫। মধু ও আপেল

মধু ও অপেল ব্রণ দুর করার জন্য খুবই ভালো কাজ করে । একটি আপেল নিয়ে পেস্ট করে তারপর ষেখনে কয়েক ফোটা মধুর সাথে মাখিয়ে নিন । তাপর মুখে লাগিয়ে কিছুক্ষন পর মুখ ধুয়ে ফেলুন । এভাবে সপ্তাহে ৩-৪ দিন করতে হবে ।



৬। নিয়মিত মুখ পরিষ্কার রাখা

  ত্বকে যদি  তৈলাক্ত ও জীবাণুর আক্রমন হয় তাহলে ব্রণ হতে পারে । তাই প্রতিদিন সবান দিয়ে মুখ ধুয়ে নিন মুখ পরিষ্কার রাখুন ।



৭। শসা ব্যবহার করুন 

তৈলাক্ত ত্বককে খসখসে করার জন্য শসার রস খুবই উপকারী ।শসার রস বের করে  এরপর শসার রস দিয়ে মুখ ধুয়ে নিন । তাহলে ত্বকের তৈলাক্তভাব দুর করবে  নতুন ব্রণ গজানোর থেকে মুক্তি পাবেন । 


 ৮। পুদিনা পাতা ব্যবহার 

প্রথমে টাটকা পুদিনা পাতা নিয়ে ব্রণ আক্রন্ত জায়গায় লাগিয়ে রাখুন । তাপর আধঘন্টা পরে ধুয়ে ফেলুন দেখবেন ব্রণ অনেকটায় কমে গেছে  ।


৯ । ডিম ব্যবহার করুন 

ডিমের সাদা অংশ নিয়ে ব্রণ আক্রান্ত জায়গায় লাগান ।তারপর কিছুক্ষন পর মুখ ধুয়ে ফেলুন। ডিমের সাদা অংশে ভিটামিন ও অ্যামিউনো এসিড থাকার কারনে জীবাণু ধ্বংস করে । তাই সপ্তাহে ৩-৪ বার করুন দেখবেন মুখের ব্রণ  দুর হয়ে গেছে ।






  

ব্রণ কমানোর জন্য অনেকেই চেষ্টা করে ব্রণ দুর করতে পারে না ।তাই উপরে উল্লেখিত প্রতিটা উপায় মেনে উপাদানগুলো ব্যবহার করুন তাহলে খুব দ্রুত ব্রণ দুর হয়ে যাবে ।




Post a Comment

Previous Post Next Post