কিভাবে চুল লম্বা করবেন
অনেকেই ভাবে চুল লম্বা হলে বেশ ভালো মানাতো । চুল লম্বা করার জন্য অনেকেই বিভিন্ন রকম প্রসাধনি ব্যবহার করেও তারা তাদের চুলকে লম্বা করতে পারে না । তারা সঠিক গাইডলাইনের অভাবে চুল লম্বা করতে পারে না । কিভাবে আপনার চুলকে ঘন ও লম্বা করবেন প্রতিটা বিষয় আলোচনা করা হলো
চুল লম্বা করার উপায়
১। পেয়াজের রস
নারিকেল তৈলের সাথে লেবুর রস ও পেয়াজের রসের সাথে মিশিয়ে ব্যবহার করুন তারপর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন । এভাবে সপ্তাহের ৩-৪ দিন পেয়াজের রস চুলে ব্যবহার করুন ।
২। আমলকির গুড়ো
চুল লম্বা করার জন্য আমলকির গুড়ো খুবই খুবই উপকারী । ১ চামচ ক্যাস্টর অয়েলের সাথে আধকাপ আমলকির গুড়ো মিশিয়ে নিন । তারপর চুলে ব্যবহার করুন । এভাবে সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করলে খুব দ্রুত চুল লম্বা হবে ।
৩। লেবুর রস
১চামচ লেবুর রস চুলের গোড়ায় মেখে নিন । তারপর শুকনো তোয়ালে দিয়ে ৩-৪০ মিনিট জড়িয়ে রাখুন । পরের দিন শ্যাম্পু করে ধুয়ে ফেলুন । এভাবে সপ্তাহে ৩-৪ দিন লেবুর রস চুলে মাখুন ।
৪। ডিম
চুল লম্বা করার জন্য ডিম খুবই উপকারী । একটি ডিম নিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নিন । তারপর ডিমের সাদা অংশটুকু গোড়ায় ভালো করে লাগিয়ে নিন । এভাবে ২০ মিনিট রেখে দিন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ।
৫। নিম পাতা
নিম পাতা চুলের যত্নে খুবই উপকারী । নিমপাতা বেটে চুলে ভালো করে মেখে নিন তারপর ৩০-৪০ মিনিট রেখে দিন । তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ।
৬। মেথির বীজ
মেথির বীজে রয়েছে প্রেটিন ও নিয়াসিন মেথির বীজ চুল লম্বা হতে সাহায্য করে । তাই সপ্তাহে ২-৩ দিন মেথির বীজ চুলে মাখুন ।
৭। কালো জিরা
কারোজিরায় রয়েছে অ্যান্টিফাঙাল ও অ্যন্টি অক্সিডেন্ট যা চুল দ্রুত লম্বা করেতে সাহায্য করে । তাই কলোজিরা গুড়ো করে চুলে ৩০ মিনিটি মেখে রাখুন । তাহলে অনেক ফলাফল পাবেন ।
৮। জলপাই তেল
চুল লম্বা করতে চাইলে জলপাইয়ের তৈল মাখুন । কারন জলপাইয়ের তৈলে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি এসিড । তাই একটু হালকা গরম করে এই তৈল মাথায় মালিশ করুন ।
৯। চালের পানি
চালের পানি চুল লম্বা হওয়ার জন্য বেশ উপকারী । একটি পাত্রে চালের পানি সারারাত ভিজিয়ে রাখুন । তারপর চুলে ব্যবহার করুন ।প্রতিদিন চাউলের পানি ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয় ।