তৈলাক্ত ত্বকের ব্রণ দুর করার উপায়

 তৈলাক্ত ত্বকের ব্রণ দুর করার উপায়

তৈলাক্ত ত্বকে অনেক সময় ধুলোবালি বিভিন্ন জীবাণু আটকে যায় । তৈলাক্ত ত্বকে প্রচুর পরিমানে ব্রণ হয়ে থাকে । এজন্য তৈলাক্ত ত্বকে ব্রণ হলে ব্রণ দুর করা কঠিন হয়ে যায় । তৈলাক্ত ত্বকে ব্রণ হলে কি কি করলে ব্রণ দুর হবে তা আলোচনা করা হলো

                                                                   


⚫ তৈলাক্ত ত্বকে ব্রণ হলে প্রথমে মুখ পরিষকার করে নিতে হবে তারপর একটি সতেজ লেবুর সাথে ১ চামচ লেবুর রস নিন । লেবুর রসের সাথে একটু মধু মিশিয়ে নিন ।কারণ লেবুতে সাইট্রিক এসিড থাকে তাই ত্বকের তৈলাক্ত ভাব দুর করে ত্বকের জীবাণু ধ্বংস করে । লেবুর সাথে মধু মিশালে দেখবেন গাঢ় হয়ে গেছে তখন আপনার ব্রণ আক্রান্ত জায়গায়  ২০ মিনিট লাগিয়ে রাখুন । এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।




⚫ তৈলাক্ত ত্বককে খসখসে করার জন্য শসার রস খুবই উপকারী ।শসার রস বের করে  এরপর শসার রস দিয়ে মুখ ধুয়ে নিন ।  এভাবে সপ্তাহে ৩-৪ দিন শসার রস দিয়ে মুখ ধুয়ে নিন । তাহলে ত্বকের তৈলাক্তভাব দুর করবে  নতুন ব্রণ গজানোর থেকে মুক্তি পাবেন ।




⚫ বেসন ও টক দইয়ে প্রচুর পরিমানে প্রটিন ও ভিটামিন রয়েছে যা ত্বকের তৈলাক্তভাব দুর করে । দুই চামচ বেসনের সাথে এক চামচ টক দই নিন তারপর একটু হলুদ দিন । তারপর মুখে মাখিয়ে ২০ মিনিট রাখুন । এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন । সপ্তাহে ৩-৪ দিন করলে আপনার  তৈলাক্ত ত্বকের ব্রণ দুর হযে যাবে ।




 যাদের ত্বকে অতিরিক্ত তৈলাক্তর কারনে ব্রণ হয় তারা    উপরোক্ত নিয়মঅনুসারে তৈলাক্ত ত্বকের জন্য উপাদানগুলো ব্যবহার করুন । আশা করা যায় তৈলাক্ত ত্বকের ব্রণ দুর হয়ে যাবে ।


Post a Comment

Previous Post Next Post