মধু খাওয়ার উপকারিতা সম্পর্কে ১০ টি তথ্য জেনে নিন

 মধু তে প্রচুর পরিমানে পুষ্টি ও ভিটামিন রয়েছে মধু শরীরের বিভিন্ন রোগ বালাই দুর করে । মধুকে প্রাকৃতিক ঔষধও বলা হয় । বিশ্বের  বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করা হয় । প্রায় সব বয়সের মানুষ মধু খেয়ে থাকে । মধুকে চিনির বিকল্প হিসেবে বাজারজাত করা হয় ।



                                          







মধুর পুষ্টি ও উপাদান

মধুতে  মোট ৪৫ টি খাদ্য উপাদান রয়েছে ২৮ শতাংশ খনিজ লবণ ১১ শতাংশ এনকাইম রয়েছে । ০.৫-৩.০ শতাংশ সুক্রজ রয়েছে । এছাড়াও রয়েছে ৫-১২ শতাংশ মন্টোজ । ফুলের পরাগের মধুতে  ২৫-৩৭ শতাংশ গ্লোকোজ রয়েছে । মধুতে চর্বি ও প্রোটিন নেই ।





মধু খাওয়ার উপকারিতা 


১। হজমে সাহায্য করে 

মধুতে ডেক্সট্রিন থাকার কারণে হজমে সহায়তা করে । তাই হজমশক্তি বৃদ্ধির জন্য নিয়মিত মধু খান ।




২ । রক্ত স্বল্পতা দুর করে 

মধুতে প্রচুর পরিমানে কপার ,লৌহ ,ম্যাংগানিজ রয়েছে । তাই শরীরের রক্তস্বল্পতা দুর করতে সহায়তা করে ।





৩ । চোখ ভালো রাখে

 মধুতে ভিটামিনে,,,এ,,  থাকার কারনে চোখ ভালো রাখতে সহায়তা করে ।  গাজরের রস বের করে  মধুর সাথে মিশিয়ে  খেলে চোখ ভালো রাখে। চোখের রেটিনা পরিষ্কার করে ।



৪। রক্ত পরিষ্কার করতে সহায়তা করে 

এক গ্লাস  গরম পানির সাথে ২ চামচ মধুর সাথে লেবুর রস মিশিয়ে খেলে রক্ত পরিষ্কার করতে সহায়তা করে ।


৫ । হাড় গঠন করে

মধুতে প্রচুর পরিমানে ক্যালসিয়াম থাকার কারনে  হাড় গঠন করে । দেহের হাড় শক্ত ও মজবুত করে । হাড়জনিত সমস্যা থাকলে মধু খাওয়া উচিত



৬ । শারীরিক দুর্বলতা দুর করে 

মধুতে রয়েছে প্রচুর ভিটামিন ও পুষ্টি এছাড়াও রয়েছে আয়রন যা  শারীরিক দুর্বলতা দুর করে । শরীরকে শক্তিশালি করে তোলে ।



৭ । ব্যথা দুর করে

দারুচিনির গুড়োর সাথে মধু মিশিয়ে খেলে খুব দ্রুত ব্যাথা দুর হয় । এক গ্লাস গরম পানির সাথে দুই চামচ মধু  ও এক চামচ দারুচিনির গুড়ো মিশিয়ে খেলে রাতের ব্যাথাও কমে যায় । যাদের ব্যাথাজনিত সমস্যা রয়েছে তারা এভাবে  নিয়মঅনুযায়ী মধু খান ।



৮। মুখের ব্রণ ভালো করে

মধুতে রয়েছে ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান যা ত্বকের ব্রণ দুর করতে সহায়তা করে । যাদের ব্রণজনিত সমস্যা রয়েছে তারা মধু ব্যবহার করতে পারেন ।





৯। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে 

মধুতে রয়েছে ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান  যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে । শরীরকে জবিাণুর আক্রমন থেকে রক্ষা করে ।


১০ । নতুন  রক্ত তৈরী করে

মধুতে প্রচুর আয়রন থাকার কারনে নতুন  রক্ত তৈরী করতে সাহায্য করে । রক্তজনিত সমস্যা থাকলে মধু খেতে পারেন।








মধু খেলে শরীরকে রাখে মজবুত ও শক্তিশালী  মধু দেহের জীবাণু ধ্বংশ করার জন্য গুরুত্বপুর্ন  ভুমিকা পালন করে । তাই সুস্থ্য সুন্দর সাস্থ্যকর শরীর পেতে চাইলে প্রতিদিনের খাবার তালিকায় মধু  রাখুন ।





Post a Comment

Previous Post Next Post