ত্বক
স্থায়ী ফর্সা হওয়ার প্রকৃতিক উপায়গুলো হলো
১। গুড়ো দুধ ও লেবুর রস
১ চামচ গুড়ো দুধের সাথে লেবুর রস মিশিয়ে ১৫-২০ মিনিট ত্বকে লগিয়ে রাখুন তারপর মুখ ধুয়ে ফেলুন ।সপ্তাহে ৩-৪ দিন করুন
২ । মধু ও শসা
মধু ও শসা একসাথে মিশিয়ে ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন ।এরপর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন । ত্বক হবে ফর্সা ও উজ্জল সপ্তাহে ৪-৫ দিন করুন ।
৩।কমলার খোসা
কমলার খোসা রোদে শুকিয়ে নিন তারপর গুড়ো করে ১ চামচ মধু ও টক দইয়ের সাথে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিন তারপর আপনার ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট ।
৪ । টমেটোর পেস্ট
৫-৬ টা টমেটো নিয়ে পেস্ট তৈরী করুন তারপর ত্বকে লগিয়ে রাখুন ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন । তাহলে ত্বক হবে উজ্জল ও মসৃণ ।
৫। কিসমিস ব্যবহার করুন
কিছু পরিমান কিসমিস নিয়ে তার সাথে ১ টি ডিম নিয়ে পেস্ট তৈরী করে নিন এরপর ত্বকে লাগিয়ে রাখুন ২০-৩০ মিনিট পর ধুয়ে ফেলুন ।
৬ । কাচা হলুদ ও লেবুর রস
কাচা হলুদ গুড়ো করে ও লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান ৩০ মিনিট পর ফ্রেশওয়াস দিয়ে ধয়ে ফেলুন । তাহলে ত্বক দ্রুত ফর্সা হতে সাহায্য করবে ।
৭ । কাচা অলুর রস
কাচা অলুর রসের সাথে ১ চামচ লেবুর রস মিশিয়ে ত্বক ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে ৩-৪ দিন করুন ভারো ফলাফল পাবেন ।
৮ । চালের গুড়া ও মধু
চালের গুড়ার সাথে মধু মিশিয়ে ত্বকে লাগান তারপর ২০ মিনিট পর ধুয়ে ফেলুন ।