ফর্সা
কেনা চায় কালো থেকে ফর্সা হতে । মুখমন্ডল ও হাতপায়ের রং কালো হলে অন্য ফর্সা মানুষ দেখলে খুবই তাদের খুবই খারাপ লাগে । যারা ফর্সা ত্বক পেতে চান অপনার ফর্সা ত্বকের জন্য তারা সঠিক উপায় খুজে পান না তারা নিচের প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করুন ।
মুখ ফর্সা হওয়ার উপায়
১। পেপে ও ডিম
পেপে ও ডিমের পেস্ট তৈরী করে নিন । তারপর মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন এরপর ফ্রেমওয়াস দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন । সপ্তাহে ৩-৪ দিন করতে হবে । তাহলে ত্বকের উজ্জলতা বৃদ্ধি পাবে ত্বক ভেতর থেকে ফর্সা করে তুলবে
আরো পড়ুন; ব্রণ দুর করার উপায় সম্পর্কে ৯ টি সেরা টিপস জেনে নিন
২ । কাঁচা হলুদ ও লেবুর রস
কাচা হলুদ গুড়ো করে নিন তারপর কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে মুখে লাগান এভাবে ৩০ মিনিট লাগিয়ে রাখুন । তারপর ধুয়ে ফেলেুন ।
৩ । ফ্রেশওয়াস দিয়ে মুখ পরিষ্কার করুন
প্রতিদিন রাতে ফ্রেশওয়াস দিয়ে মুখ পরিষ্কার করে তারপর ঘুমাতে হবে তাহলে মুখ ফর্সা করতে সাহায্য করবে ।
৪ । নারিকেল তৈল ও পানি ব্যবহার করুন
প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ২ চামচ নারিকেল তৈলের সাথে ১ চামচ পানি মিশিয়ে মুখে লাগান তারপর সকালে ফ্রেশওয়াস দিয়ে মুখ ধুয়ে নিন । দেখবেন কতটা সুন্দর উজ্জল ও মসৃণ হয়ে গিয়েছে ।
৫ । ডাবের পানি ও লেবুর রস
১ গ্লাস ডাবের পানির সাথে ও ২ চামচ লেবুর রস মিশিয়ে মুখ ধোয়ার পর ৩০ মিনিট রেখে দিন এরপর ধুয়ে ফেলুন । এভাবে সপ্তাহে ৫ দিন করুন । তারপর দেখবেন ত্বক উজ্জল ও ফর্সা থাকবে ।
৬ । কমলার খোসা ও কিসমিস
কমলার খোসা নিয়ে রোদে শুকিয়ে গুড়ো করে নিন তারপর কিসমিসের পেস্ট করে একসাথে মিশান । এখন মুখে ১৫-২০মিনিট লাগিয়ে রাখুন তারপর মুখ ধুয়ে ফেলুন ।
৭ । দুধ , ডিম ও হলুদ গুড়া
৩ চামচ দুধের সাথে একটি কাচা ডিম ও ২ চামচ হলুদ গুড়ো মিশিয়ে নিন তারপর মুখে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন । এরপর ফ্রেশওয়াস দিয়ে ধুয়ে ফেলুন ।