সরিষা তেলের ৯ টি উপকারিতা জেনে নিন

 সরিষা তেল

সরিষার তেল  শুধু রান্না করার জন্য নয় শরীরের যত্ন নেওযার জন্য সরিষার তেল  খুবই উপকরী । সরিষার তেল শরীরে মাখলে শরীরকে ভালো রাখে । সরিষার তেলে রয়েছে ৩ ফ্যাটি  অ্যাসিডের শাপাশি ৬ ফ্যাটি ওমেগা অ্যাসিড । ভিটামিন ও খনিজের মতো উপাদান পাওয়া যায় । নিয়মিত সরিষার তেল রান্না করে খেলে শরীরে নানান রকমের জটিল অসুখ থেকে মুক্তি পাওয়া যায় । চলুন জেনে নিই সরিষার তেল অমাদের কি কি উপকার করে  ।





সরিষা তেলের ১০ টি উপকারিতা জেনে নিন


১। ত্বক সুন্দর ও উজ্জল করে 

নিয়মিত ত্বকে  সরিষার তেল মাখলে ত্বক সুন্দর ও মসৃণ হয় ।  প্রতিদিন  গোসলের পর সরিষার তেল ত্বকে  মাখলে ত্বকের অনেক অসুখ দুর হয়ে যায় । সরিষার তেলে অ্যান্টিফাংগাল ও ব্যাটেরিয়াল রয়েছে শরীরের এলার্জি দুর করতে সাহায্য করে । তাই নিয়মিত সরিষার তেল ব্যবহার করুন ভালো ফলাফল পাবেন ।



২ । সর্দি -কাশি দুর করে 

নিয়মিত সরিষার তেল ব্যবহার করলে সর্দি -কাশি থেকে মুক্তি পাওয়া যায় । বুকে ও গলায় সরিষার তেল মালিশ করলে  জমে থাকা কাশি বের করতে সাহায্য করে ।


৩ । হ্রদ রোগ থেকে রক্ষা করে 

সরিষার তেলে অছে ওমেগা ৩ , ওমেগা ৬ ফ্যাটি এসিড তাই শরীরে কলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় । যার ফলে হার্টের ঝুকি কমায় । 



৪ । ক্যান্সার থেকে রক্ষা করে

 সরিষার তেল শরীরে কোষ কমাতে সাহায্য করে । শরীরকে সুস্থ্য ও মজবুত করে তোলে । তাই রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করুন ।






৫ ।  স্মৃতিশক্তি বৃদ্ধি করে

সরিষার তেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়  মস্তিষ্ক ভালো রাখে যার ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় ।


৬। চর্বি কমাতে সাহায্য করে

সরিষার তেলে  ওমেগা ৩ , ওমেগা ৬ ফ্যাটি এসিড থাকার কারনে  শরীরে চর্বি কমায় । শরীরের ওজন নিয়ন্ত্রন করে ।

৭ । রক্ত চলাচল বৃদ্ধি করে

নিয়মিত সরিষার তেল ব্যবহার করলে রক্ত চলাচল বৃদ্ধি করে ।  শরীরের ফোলাভাব দুর করতে সাহায্য করে ।



৮ । শারীরের ব্যাথা দুর করে 

সরিষার তেলে রয়েছে এমন এক উপাদান শরীরে ব্যাথ খুব সহজেই দুর করতে পারে । মেন হাড়ের ব্যাথা জয়েন্টের ব্যাথা  ,গলা ব্যাথা,কোমরে ব্যাথা  একদম  ঔষধের মত কাজ করে ।

৯ । চুলের সাস্থ্য ভালো রাখে

প্রতিদিন সরিষার তেল চুলে মাখলে চুল থাকবে কালো ও ঘন । চুলে গোড়া মজবুত থাকে  তাই ঘন কালো ও  চুল পেতে প্রতিদিন সরিষার তেল ব্যবহার করুন ।



খাঁটি সরিষার তেল চেনার উপায়

বাজার থেকে কেনার পর হাতের তালুতে নিয়ে কিছুক্ষণ ঘসাঘুসি করুন তারপর দেখবেন অন্যরকমের গন্ধ অসছে তখন বুঝবেন ভেজাল অছে । কারণ খাটি সরিষার তেলে গন্ধ একইরকম থাকে । 

অরেকটা পদ্ধতি হলো  ২-৩ ঘন্টা ফ্রিজে রেখে দিন  তারপর ফ্রিজ থেকে বের করুন দেখবেন সাদার মতো দাগ পড়ে গিয়েছে  তাহলে বুঝবেন এটা ভেজাল তেল । যদি কোন দাগ না পড়ে তাহলে বুঝবেন এটা অসল আশা করি বুঝতে পেরেছেন ।



আমরা  অনেকেই অনেক রকমের   শরীরিক  অসুখে ভুগে  থাকি । নানা রকমের শরীরিক অসুখ থেকে রক্ষা পেতে হলে নিয়মিত সরিষার তেল ব্যবহর করুন । অবশ্যই বাজার থেকে খাঁটি সরিষার তেল ব্যবহার করবেন ।





Post a Comment

Previous Post Next Post