আমের উপকারিতা সম্পর্কে ১০ টি তথ্য জেনে নিন

 আম

কাঁচা পাকা দুই ধরনের আম খেলে অনেক উপকার পাওয়া যায় । কাঁচা আমের রসে প্রচুর পরিমানে পটাশিয়াম রয়েছে । তাই আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে । ১০০ গ্রাম কাঁচা আমে রয়েছে ৪৪ গ্রাম ক্যালরি  এবং ৫৪ মিলিগ্রাম ভিটিামিন সি । তাহলে চলুন  দেখি আম আমাদের শরীরে কি কি উপকার করে ।

 







আমের উপকারিতা 

  


১ । কোষ্ঠ্যকঠিন্য দুর করে

কাঁচা আমের সাথে মধু মিশিয়ে খেলে  কোষ্ঠ্যকঠিন্য দুর হয় । 




২। রক্ত পরিষ্কার করে

কাঁচা অমে ভিটামিন সি’’ লৌহ থাকার কারনে শরীরে রক্ত পরিষ্কার করে রক্তভালো রাখে । এছাড়াও রক্তস্বলপতা দুর করতে সাহায্য করে 


৩ । ডায়বেটিস নিয়ন্ত্রণ করে

কাঁচা আম খেলে  ডায়বেটিস রোগ থেকে রক্ষা পাওয়া যায় । ডায়বেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে 



৪ । দাঁতের মাড়ি ভালো রাখে

কাঁচা আমে প্রচুর পরিমানে ভিটামিন সি’রয়েছে  তাই দাঁতের মাড়ির যে কোনো সমস্যা দুর করতে সাহায্য করে । এছাড়াও দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে থাকে ।






৫ । হজমশক্তি বৃদ্ধি করে 

আমে প্রচুর পরিমানে প্রোটিন ও গ্যালিক এসিড থাকার কারণে  দ্রুত হজম করতে সহায়তা করে । পাকস্থলি ভালো রাখে ।


৬ । ক্যান্সার থেকে রক্ষা করে 

পাকা আমে রয়েছে প্রচুর পরিমানে অ্যন্টিঅক্সিডেন্ট উপাদান যা সহজেই শরীরের বিভন্ন রকমের ক্যান্সার দুর করতে সাহায্য করে ।



৭ । ত্বক ভালো রাখে

পাকা আম ত্বকের উজ্জলতা বাড়াতে সাহায্য করে থাকে । ভেতর থেকে ত্বকের উজ্জলতা বাড়ায় ।  আমে ভিটামিন সি’ ,অ্যন্টিঅক্সিডেন্ট থাকার কারণে ত্বকের যেকোন মস্যা দুর করে ।



৮ । শরীর সুস্থ্য রাখে

পাকা  আমে রয়েছে প্রচুর পরিমানে ক্যালসিয়াম ,পটাশিয়াম ,ক্যালরি ,ভিটিামিন সি’ তাঈ শরীরকে সুস্থ্য ও মজবুত রাখে ।



৯ । কস্টলেরেল মাত্রা নিয়ন্ত্রণ করে

আমে প্রচুর পরিমানে ভিটামিন সি’  ফাইবার থাকার কারণে   কস্টলেরেল মাত্রা নিয়ন্ত্রণ করে ।



১০। চোখ ভালো রাখে

চোখের রেটিনা পরিষ্কার করার জন্য কাঁচা আম খুবই উপকারী ।কাঁচা আমে ভিটামিন সি থাকার কারণে চেখের ড্রাই আই সমস্যা দুর করে ।




১১ । রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

আমে ভিটামিন সি’ ভিটামিন  এ’ থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় 




আম একটি সুস্বাদু ফল আমে প্রচুর পরিমানে ভিটামিন ও পুষ্টি রয়েছে । কাঁচা পাকা দুই ধরনের আমে ভিটামিন রয়েছে । সুতরাং কাঁচা আম খাবার সময় খুব বেশি খাবেন না অতিরিক্তি কাঁচা আম খেলে ডায়রিয়া বা অনান্য রোগ হতে পারে ।





Post a Comment

Previous Post Next Post