কিসমিসের ১১ টি উপকারিতা জেনে নিন

 কিসমিস

অমাদের সবার পরিচিত কিসমিস বিভিন্ন খাবারে সাথে দিলে খাবারটা খুবই মজার হয় । কিন্তু অনেকেই জানে না যে কিসমিস খেলে আমাদের শরীরে কেমন উপকার হয়ে থাকে । কিসমিসে রয়েছে  ফাইবার,ক্যালসিয়াম, পটাশিয়াম ,ম্যাগনেসিয়াম , ভিটামিন খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেলনস নামক উপাদান । তাহলে চলুন জেনে নিই কিসমিস কি কি উপকার করে থাকে ।



কিসমিসের ১১ টি উপকারিতা 

১। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে 

কিসমিসে রয়েছে ভিটামিন সি’ ভিটিামিন বি এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ।


২ । হাড় মজবুত করে

কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম , মাইক্রোনিউট্রিয়েন্ট যা শরীরে হাড়কে মজবুত ও শক্ত িকরে তোলে হাড়ের বৃদ্ধিতে সহায়তা করে ।



৩ । গ্যাস্টিকের সমস্যা দুর করে 

কিসমিসে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাশিয়াম থাকার কারণে গ্যাসট্রিক কমাতে সাহায্য করে থাকে ।

৪ । ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে 

কিসমিসে রয়েছে ক্যাটেচিন নামের এক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা প্রতিরোধ করতে সাহায্য করে থাকে ।





৫ । ত্বক ভালো রাখে 

 কিসমিসে রয়েছে  ভিটামিন সি,ভিটামিন বি যা ত্বককে ভালো রাখতে সাহায্য করে ত্বকের ভেতর থেকে উজ্জলতা বৃদ্ধি করে  ত্বক ফর্সা করে ।



৬ । ওজন  বৃদ্ধি করে

নিয়মিত কিসমিস খেলে শরীরে ওজন বাড়াতে সাহায্য করে । যারা একদম চিকন তারা নিয়মিত কিসমস খেতে পারেন ।



৭ । হজম শক্তি বৃদ্ধি করে

কিসমিসে প্রচুর ফাইবার থাকার কারণে হজমশক্তি বাড়াতে সাহায্য করে থাকে । তাই হজমজনিত সমস্যা থাকলে প্রতিদিনের খাবারে তালিকায় কিসমিস রাখুন । 

৮। রক্তের চাপ নিয়ন্ত্রন করে

কিসমিসে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার কারণে রক্তের চাপ নিয়ন্ত্রণ রাখে স্ট্রোকের ঝুকি কমায় ।

৯। স্মৃতিশক্তি বাড়ায়

কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড,পেলিফেনল যা স্মৃতিশক্তি বাড়ায় মস্তিষ্কের এর কার্যক্ষমতা বাড়িয়ে তোলে  মেধাশক্তি উন্নত করে ।

১০ । চুলের সাস্থ্য ভালো রাখে 

কিসমিসে ভিটামিন সি আরয়ন থাকার কারণে চুল ভালো রাখে ভেতর থেকে চুলে গোড়া মজবুত রাখে ।মাথার ত্বক সুস্থ রাখে খুশকি দুর করে ।




১১। কোষ্ঠকাঠিন্য দুর করে 

কিসমিসে  ফাইবার থাকার কারণে শরীরের কোষ্ঠ্যকাঠিন্য দুর করতে সাহায্য করে । 


কিসমিস অমাদের শরীরের বিভিন্ন অসুখ থেকে রক্ষা করে । কিসমিসের গুনাগুন বলে শেষ করা যাবেনা তাই সুস্থ্য ও সুন্দর শরীর পেতে প্রতিদিনের খাবারে তালিকায় কিসমিস রাখতে ভুলবেন না ।

Post a Comment

Previous Post Next Post