পাকা আমের ৮ টি উপকারিতা দেখুন

 পাকা আম

পাকা আম  খেতে খুব সুস্বাদু পাকা আমে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি, ভিটামিন এ সাইট্রিক এসিড । এছাড়াও পাকা আমে ১০০ গ্রাম পাকা আমে ০.৫ গ্রাম খনিজ লবণ থাকে । পাকা রয়েছে ভিটামিন বি ১ ভিটামিন বি ২, তাই শরীরকে সুস্থ্য রাখতে সাহায্য করে । তাহলে চলুন জেনে নিই পাকা আম কি কি উপকার করে ।



পাকা আমের ৮ টি উপকারিতা 

১। চোখ ভালো রাখে 

পাকা আমে  রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন এ তাই চোখ ভালে রাখে । চোখের রেটিনা পরিষ্কার করে  চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে । তাই চোখ ভালো রাখার জন্য পাকা আম খেতে ভুলবেন না ।



২ । রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে

পাকা আমে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে ।

আরো পড়ুন:জলপাইয়ের ১০ টি উপকারিতা দেখে নিন

৩ । রক্তচাপ নিয়ন্ত্রন করে 

পাকা আমে রয়েছে পটাশিয়াম  তাই উচ্চ রক্তচাপ কমায় রক্তের চাপ নিয়িন্ত্রণ করে ।স্ট্রোকের ঝুকি কমায় ।


৪ । ক্যান্সার প্রতিরোধ করে 

আমে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান তাই শরীরে বিভিন্ন ক্যান্সার দুর করতে সাহায্য করে যেমন  ক্লোন ক্যান্সার ,স্তন ,প্রস্টেট ক্যান্সার  ইত্যাদি





৫ । কলেস্টরেলের মাত্রা কমায়

পাকা আমে রয়েছে ফাইবার পেকটিন ভিটামিন সি ,যা  কলেস্টরেলের মাত্রা কমাতে সাহায্য করে । খারাপ  কলেস্টরেল দুর করে ।







৬ । ত্বক ভালো রাখে

পাকা আমে রয়েছে ভিটামিন সি যা ত্বকের ভেতর থেকে পরিষ্কার করে ত্বক হয় ফর্সা ও  উজ্জল  । এছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যা দুর করে ।



৭ । কোষ্ঠ্যকাঠিন্য দুর করে

পাকা আমে রয়েছে ফাইবার নামক উপাদান যা কোষ্ঠ্যকাঠিন্য দুর করতে সাহায্য করে থাকে ।

৮ । হজমশক্তি বৃদ্ধি করে

পাকা আম খেলে হজমশক্তি বাড়াতে সাহায্য করে ।এছাড়াও পেট পরিষ্কার করে পেটের ব্যাথা দুর করে


পাকা  আম খেতে যেমন মিষ্টি লাগে তেমনি আমাদের দেহের অনেক উপকার করে থাকে  । কিন্তু বর্তমান সময়ে যে পরিমান ক্যামিক্যাল ও ঔষধ ব্যবহার করে আম  চাষ করা হচ্ছে ক্যামিক্যালযুক্ত আম খেলে ক্ষতিও হতে পারে । তাই ক্যামিক্যালমুক্ত আম খাওয়ার চেষ্টা করবেন ।

Post a Comment

Previous Post Next Post