জলপাইয়ের ১০ টি উপকারিতা দেখে নিন

 

 জলপাই

একটি ভিটামিন সমৃদ্ধ ফল যা আমাদের দেহের খুবই উপকার করে থাকে । জলপাই দেখতে ছোট হলেও এতে রয়েছে ভিটামিন ও মিনারেল ক্যালসিয়াম,ম্যাগনেসিয়াম ,পটাসিয়াম ভিটামিন কে,আয়রন ইত্যাদি এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের কলেস্টরেলের মাত্রা কমাতে সাহায্য করে । তাহলে চলুন জেনে নিই জলপাই মানবদেহে কি কি উপকার করে থাকে ।




জলপাইয়ের ১০ টি  উপকারিতা


১। চোখ ভালো রাখে

জলপাইয়ে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন এ যা চোখ ভালো রাখে চোখের রেটিনা পরিস্কার করতে সাহায্য করে । চোখ ঝাপসা থেকে রক্ষা করে ।



২ । ত্বক ভালো রাখতে সাহায্য করে 

জলপাইয়ের  তৈলে রয়েছে ফ্যাটি অ্যাসিড যা ত্বক ভালে রাখে ত্বক কোমল ও মসৃণ করে । তাই ত্বক ভালে রাখার জন্য জলপাই খান ।

৩ । চুলের সাস্থ্য ভালো রাখে

জলপাইয়ের তৈল চুলে দিলে চুলের সাস্থ্য ভালো রাখে চুলের গোড়া মজবুত করে । 

৪ । কিডনি ভালে রাখে

নিয়মিত জলপাই খেলে কিডনি সচল থাকে কিডনির পাথর পরিষ্কার করতে সাহায্য করে । তাই কিডনিজনিত সমস্যা থাকলে জলপাই খান ।



৫ । ডায়াবেটিস নিয়ন্ত্রন করতে সাহায্য করে 

জলপাইয়ে রয়েছে ফাইবার নামক উপাদান তাই রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রন করতে সাহায্য করে । ইনসুলেনের কার্যকারিতা বাড়ায় যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকে । ডায়াবেটিস রোগ হওয়া থেকে দুরে রাখে ।

৬।  হার্ট  সচল রাখে

 জলপাইয়ে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট  উপাদান তাই ফুসফুস সচল রাখে  ফলে হার্টের রোগ দুর করে ।



৭। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

জলপাইয়ে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি ‘তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ।

৮। ক্যান্সার থেকে রক্ষা করে

এই ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান যার ফলে  ক্যান্সার থেকে রক্ষা করে  ক্যান্সারে ঝুকি কমায় ।



৯। হাড় মজবুত করে

জলপাইয়ে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ম্যানুস্যাচুরেটেড নামক উপাদান যা হাড় মজবুত করে ।

১০। করেস্টরেলে মাত্রা নিয়ন্ত্রন করে

জলপাইয়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ওলিক এসিড যা কলেস্টরেলের মাত্রা কমাতে সাহায্য করে থাকে ।



১১। হজমশক্তি বাড়ায়

জলপাইয়ের আঁশ হজমে সাহায্য করে । পেটের গ্যাস কমাতে সাহায্য করে 



জলপাই শুধু  উপকারি করে না এটি অতিরিক্ত খেলে রক্তের ক্ষতি হতে পারে ।  তাই নিয়মিত জলপাই খেতে হবে  তাহলে শরীর কে  সুস্থ্য রাখতে সাহায্য করবে ।


Post a Comment

Previous Post Next Post