কিডনি
কিডনি দেহের একটি গুরুত্বপুর্ন অংশ । কিডনি যদি কোন কারনে ড্যামেজ কিংবা দুর্বল হয়ে যায় তাহলে শরীরের কাজ করার মত শক্তি থাকবে না । কিডনি নষ্ট হয় ডাইবেটিস ও উচ্চ রক্তচাপ থেকে এছাড়াও বিভিন্ন কারণে কিডনি রোগ হতে পারে । তাই কিডনি ভালো রাখতে হলে জানতে হবে কি কি কারনে কিডনি রোগ হয় ।
কিডনি রোগের লক্ষণ
১। প্রস্বাবের সময় ব্যাথা করা
প্রস্বাবের সময় ব্যাথা হওয়া ও জ্বলাপোড়া করা এটি একটি কিডনি রোগের লক্ষণ। তাই অতিরিক্ত ব্যাথা করলে ডাক্তারের কাছে যান।
২। অতিরিক্ত ক্লান্তি অনুভ করা
কিডনি রোগ হলে শরীরের অবস্বাদ ও ক্লান্তি আসবে । তাই শরীর দুর্বল মনে হবে কোন কাজ করতে ইচ্ছে করবে না ।
৩। পেটে ব্যাথা করা
কিডনি রোগ হলে ঘন ঘন পেট ব্যাথা হতে পারে তাই ডাক্তারে কাছে যেতে হবে ।
৪। ঘুমের সমস্যা
কিডনি রোগ হলে ঘুমের সমস্যা করে । নিয়মিত ঘুমে বাধাগ্রস্ত হয় রাতে নিয়মিত ঘুম হয়না ।
৫। রক্তচাপ বৃদ্ধি
কিডনি রোগের এটা আরেকটি লক্ষণ ডাইবেটিস ও উচ্চ রক্তচাপ হওয়া । তাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে ।
৬। বমিভাব
ঘন ঘন বমিভাব হওয়া কিডনি রোগের লক্ষণ । তাই দ্রুত ডাক্তার দেখানো উচিত ।
৭। ত্বকে চুলকানি হওয়া
ত্বকে ঘন ঘন চলকানি রোগ হলে কিডনিতে সমস্যা হওয়ার লক্ষণ তাই এ ব্যাপারে সচেতন থাকুন ডাক্তারে পরামর্শ নিন ।
৮। প্রস্বাবে রক্ত ও ফেনা হওয়া
প্রস্বাবের সাথে রক্ত বের হলে কিডনি রোগ হওয়ার লক্ষণ হতে পারে । তাই চিকিঃসকের পরামর্শ নিন ।
৯। শরীরে ফোলাভাব
কিডনি রোগ হলে শরীর থেকে বর্জ্য ও পানি বের হতে পারে না তাই শরীর ফুলে যায় তাই দ্রুত চিকিঃসকের কাছে যান ও পরামর্শ নিন।