ব্রণের দাগ
ব্রণের দাগ বয়সন্ধিকালে বেশি হয়। ব্রণের দাগ হলে মুখমণ্ডল দেখতে খুবই বাজে লাগে; মুখের সৌন্দর্য নষ্ট করে। সাধারণত অধিকাংশ মেয়েদেরই ব্রণের দাগ হয়ে থাকে। তাই ব্রণের দাগ দুর করার জন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন। তাহলে খুব দ্রুত ব্রণের দাগ দুর করতে পারবেন।
ব্রণের দাগ দূর করার উপায়
১। শসার রস ব্যবহার করা
ব্রণের দাগ দুর করার জন্য শসার রস খুবই ভালো কাজ করে। শসার সাথে একটু টমেটোর রস মিশিয়ে ব্রণের দাগে ব্যবহার করুন। ১০-১৫ মিনিট রাখার পরে মুখ ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।
২। লেবুর রস ব্যবহার করুন
লেবুর রসের সাথে পানি মিশিয়ে গরম করে নিন। ব্রণের দাগের জায়গায় ১৫-২০ মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ বার করতে থাকুন।
৩। ডিমের সাদা অংশ ও লেবুর রস
ডিমের সাদা অংশ ও লেবুর রস মিশিয়ে নিন। তারপর ব্রণের দাগের স্থানে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এভাবে সপ্তাহে ৩-৪ বার করুন, তাহলে খুব দ্রুত ব্রণের দাগ দুর হয়ে যাবে।
৪। বেকিং সোডা ব্যবহার করুন
৩ চামচ বেকিং সোটার সাথে ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন, তারপর একটু পানি নিয়ে ব্রণের দাগের উপর লগিয়ে রাখুন। ১০ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন।
৫। কমলা লেবুর খোসা ও মধু
কমলা লেবুর খোসা গুড়ো করে তার সাথে ও মধু মিশিয়ে নিন, তারপর ব্রণের দাগে মাখিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
৬। কাচা হলুদ ও লেবুর রস
৩ চামচ কাচা হলুদের সাথে ১ চামচ লেবুর রস মিশিয়ে ব্রণের দাগের জায়গায় ২০ মিনিট লাগান, তারপর মুখ ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ৪-৫ দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন ।আরো পড়ুন: কিডনি রোগের 9 টি লক্ষণ জেনে নিন
৭। তুলসি পাতার রস
ব্রণের দাগ সারতে তুলসি পাতার রস ব্যবহার করুন। ২ চামচ তুলসি পাতার রস নিয়ে ১ চামচ গরম পানির সাথে মিশিয়ে নিন। তারপর ব্রণের কালো দাগে ব্যবহার করুন।
উপরোক্ত নিয়ম অনুযায়ী যদি উপাদানগুলো ব্যবহার করতে পারেন তাহলে খুব দ্রুত ব্রণের দাগ দুর হয়ে যাবে।